সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভূঞাপুরে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ  

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুরে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ  

টাঙ্গাইলের ভূঞাপুরে (২০২৪-২০২৫) অর্থবছরে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সমপ্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

গত বুধবার ও বৃহস্পতিবার উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩০ জন কৃষাণ কৃষাণী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোখলেছুর রহমান, উদ্ভিদ সমপ্রসারণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন, উপ-সহকারী কৃষি অফিসার মো. আল আমিন, মো. রুবেল মিয়া প্রমুখ। 

টিএইচ